Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে হত্যাকান্ড ৩১% কমেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তানে ২০১৯ সালে সন্ত্রাস ও সন্ত্রাসদমন-সংশ্লিষ্ট প্রাণহানি আগের বছরের তুলনায় প্রায় ৩১ ভাগ হ্রাস পেয়েছে। নিরপেক্ষ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক সমীক্ষায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। মিডিয়া প্রতিবেদন ও নিরপেক্ষ পর্যবেক্ষকদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে থিঙ্ক ট্যাঙ্কটি ঘোষণা করেছে যে উত্তপ্ত বেলুচিস্তান প্রদেশেই জঙ্গি ও বিদ্রোহীদের দ্বারা সবচেয়ে আক্রান্ত এলাকা ছিল। এতে বলা হয়, তা সত্তে¡ও প্রাণহানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে (৪৪.২ ভাগ)। ২০১৮ সালে যেখানে ৪০৫ জন নিহত হয়েছিল, সেখানে ২০১৯ সালে হয়েছে ২২৬ জন। একইভাবে সন্ত্রাস বা সন্ত্রাসদমন-সংশ্লিষ্ট পদক্ষেপের ফলে সব অঞ্চলের লোকজনই কম হতাহতের শিকার হয়েছে। খাইবার পাকতুনখাওয়া প্রদেশে প্রাণহানি হ্রাস পেয়েছে ৩৯ ভাগ। এখানে ২০১৮ সালে প্রাণহানি ঘটেছিল ১৫৬টি, আর ২০১৯ সালে হয়েছে ১৪৮। পাঞ্জাবে হ্রাস পেয়েছে ১১.৮ ভাগ, ৯৩ থেকে কমে হয়েছে ৮২। সিন্ধুতে কমেছে ১৯.১ ভাগ, ১২১ থেকে হয়েছে ৯৮। গিলগিট-বাল্টিস্তানে ৩৯ ভাগ হ্রাস পেয়ে ১৯২ থেকে হয়েছে ১১৭। তবে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে প্রাণহানি বেড়েছে। সেখানে ২০১৮ সালে হয়েছিল ৬টি, ২০১৯ সালে হয়েছে ৭টি। সার্বিকভাবে ২০১৯ সালে সারা দেশে সন্ত্রাসসংশ্লিষ্ট ঘটনায় নিহত হয়েছে ৬৭৯ জন, আর গত বছর তা ছিল ৯৮০ জন। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ