মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যেসব রাজ্য নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়নে অস্বীকৃতি বা বিরোধিতা করেছে, সেখানে বিকল্প পন্থা অবলম্বন করতে পারে ভারতের কেন্দ্রীয় সরকার। তারা ওইসব রাজ্যে নাগরিকত্ব সংশোধন আইন পুরোপরি অনলাইনভিত্তিক করতে পারে। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ লিখেছে, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ভারতের বেশ কিছু রাজ্যে বিরোধিতার মধ্যে কেন্দ্রীয় সরকার এটি বাস্তবায়নের জন্য অনলাইন ব্যবস্থায় যাওয়ার পরিকল্পনা করছে। স‚ত্রগুলো বলেছে, এমন পরিকল্পনা করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা মনে করছে, নাগরিকত্বের জন্য বর্তমান প্রক্রিয়ায় জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আবেদন করার নিয়ম আছে। কিন্তু এই প্রক্রিয়া বাতিল করে পুরো প্রক্রিয়া অনলাইনে করার কথা ভাবছে মন্ত্রণালয়। এই প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার আরো একধাপ এগিয়ে যেতে চায়। তাতে সব পর্যায়ে রাজ্য সরকারের হস্তক্ষেপের অবসানে সক্ষম হবে কেন্দ্রীয় সরকার। এখানে উল্লেখ্য, মঙ্গলবার বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন বাতিল করার দাবি সম্বলিত একটি প্রস্তাব পাস করেছে কেরালা বিধানসভা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সংবিধানের ৭ম শিডিউলের অধীনে ইউনিয়ন লিস্ট হিসেবে নাগরিকত্ব আইন হয়েছে। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।