Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম মুহূর্তে হংকংয়ের রাস্তায় লাখো বিক্ষোভকারী, পুলিশের টিয়ার গ্যাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নতুন বছরের প্রথম দিনে রাস্তায় নেমে দাবি প‚রণ না হওয়া পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হংকংয়ের লাখো বাসিন্দা। বুধবার ধুসর আকাশের নিচে ভিক্টোরিয়া পার্কের সবুজ লনে জড়ো হওয়া আন্দোলনকারীদের বেশিরভাগই কালো পোশাক ও মুখোশ পরেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিক্ষুব্ধ তরুণ-বৃদ্ধদের অনেকের হাতে লেখা প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘স্বাধীনতা বিনাম‚ল্যে মেলে না’। “হ্যাপি নিউ ইয়ার উচ্চারণ করা এখন কঠিন, কেননা হংকংয়ের মানুষ মোটেই খুশি নয়,” বলেছেন মা, ভাইয়ের মেয়ে ও নিজের দুই বছর বয়সী ছেলেকে নিয়ে মিছিলে হাঁটা তুং। প‚র্ণাঙ্গ গণতন্ত্র, কয়েক মাসের বিক্ষোভে গ্রেপ্তার সাড়ে ৬ হাজার মানুষকে ক্ষমা এবং পুলিশি পদক্ষেপের স্বতন্ত্র তদন্তসহ বিক্ষোভকারীদের দেয়া ৫ দফা দাবি প‚রণ না হওয়া পর্যন্ত হংকংয়ের বাসিন্দারা সন্তুষ্ট হবে না বলেও মনে করেন তিনি। “৫ দফা প‚রণ না হলে, পুলিশকে যদি তাদের বর্বরতার জন্য জবাবদিহি না করা যায়, তাহলে আমরা সত্যিকারের হ্যাপি নিউ ইয়ার পাবো না,” বলেছেন তুং। খবরে বলা হয়, ২০২০ সালে পদার্পণের কয়েক মিনিট পরেই চীনবিরোধী বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। ১ জানুয়ারিকে কেন্দ্র করে বড় ধরনের মিছিল ও সমাবেশের পরিকল্পনায় রাস্তায় নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। গত ছয় মাস ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে। এর মধ্যে বেশ কয়েকটি বড় সমাবেশ হয়েছে। যেগুলোতে দশ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। নতুন বছরের প্রথমদিন হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের আয়োজন করে গণতন্ত্রপন্থি গোষ্ঠী সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট। গত বছরও এদের বেশ কয়েকটি বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা লাখ ছাড়িয়েছিল। বুধবারের বিক্ষোভে গত বছর হংকংয়ের স্থানীয় নির্বাচনে জয়ী গণতন্ত্রীপন্থি রাজনীতিকরাও যোগ দেন বলে রয়টার্স জানিয়েছে। “নতুন বছর শুরু হওয়ার আগেই সরকার দমনপীড়ন শুরু করেছে; যারাই নির্যাতিত হোক, আমরা তাদের পাশে থাকবো,” বলেছেন সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের অন্যতম নেতা জিমি শাম। মঙ্গলবার রাতে বর্ষবরণের ক্ষণ গণনার সময়ও বিক্ষোভকারীরা ‘লিবারেট হংকং, রেভ্যুলেশন অব আওয়ার টাইম’ সেøাগান দিয়েছিল। আন্দোলনকারীরা এরপর গুরুত্বপ‚র্ণ সড়ক নাথান রোডের সবগুলো লেইন আটকে বিক্ষোভ দেখাতে থাকে; এসময় অনেকের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘২০২০ সালেও লড়াই জারি রাখুন’। রাতে বেশকিছু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কোথাও কোথাও পুলিশকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ছুড়তে হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বর্ষবরণের ভাষণেও হংকংয়ের প্রসঙ্গ এসেছে। ‘এক দেশ দুই নীতির’ আওতায় বেইজিং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় ভ‚মিকা রাখবে, বলেছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ