Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি সহিংসতা বেড়েছে দ্বিগুণেরও বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গত এক দশকে বিশ্বে পানি নিয়ে সহিংসতা বেড়েছে। এর আগের দশকগুলোর তুলনায় বিগত দশকে সহিংসতার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে বেসামরিক পানি সরবারহ ব্যবস্থার ওপর যেমন হামলা হয়েছে তেমনি ভারতের কয়েকটি রাজ্যে পানি নিয়ে সরকারবিরোধী বিক্ষোভও হয়েছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্যাসিফিক ইনিস্টিটিউট তাদের নতুন গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের অনেক অংশে পানি সংকট নিয়ে উত্তেজনার পেছনে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, দুর্বল সম্পদ ব্যবস্থাপনা এবং আবহাওয়া সংকটের কারণে চরম আবহাওয়া। প্যাসিফিক ইনিস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি পিটার গেøইক বলেন, ‘পানির সংকট আরো বাড়ছে। কারণ এটা হচ্ছে এমন একটি জটিল সম্পদ যার জন্য লোকজন যা খুশি তাই করতে পারে’। গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, গত জুনে ইউক্রেনের হরলিভকাতে একটি পানি সরবরাহ লাইনের ওপর গোলাবর্ষণ করা হয়। এর ফলে যুদ্ধক্ষেত্রের দুই পাশের ৩০ লাখ লোকের নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে ভারতের খরাপিড়ীত একটি রাজ্যে পানিসংকট নিয়ে গোলাগুলিতে নিহত হয় পাঁচ কৃষক। ২০১২ সালে ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশে পানিবাহী ট্যাংকারের বহরে বন্দুক হামলা চালানো হয়। স¤প্রতি মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে তাতেও পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানান গেøইক। তিনি বলেন, ‘সা¤প্রতিক বছরগুলোতে ইয়েমেনে বিপুল হামলা হয়েছে। হামলা হয়েছে সিরিয়া আর ইরাকেও, যেখানে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে বারবার বেসামরিক পানি অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে’।ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ