Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে পাঠ্যপুস্তক উৎসব ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে ডা: দীপু মনি

মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার জন্য বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছি

সাভার সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ২:২২ পিএম

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার জন্য আমরা আরো বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছি। আমরা যুগোপযোগী পাঠ্যবই প্রণয়ন করছি। আমরা আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি।

বুধবার সকালে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব ২০২০’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এরআগে জাতীয় সংগীত পরিবেশ করেন শিক্ষার্থীরা। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠঅনিকতা শুরু করেন প্রধান অতিথি।

দীপু মনি বলেন, সকলকে নতুন বছরের নতুন বছরের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, হ্যাপি নিউ ইয়ার, আমরা বঙ্গবন্ধুর জন্য পেয়েছি আমাদের স্বাধীন দেশ। তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পেয়েছি আজকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া এক বাংলাদেশ। যে বাংলাদেশকে সারা বিশ্বের বিশ্বময়। সবাই জানতে চায় এই বাংলাদেশের এগিয়ে যাওয়ার ম্যাজিক কি? আমাদের এই অগ্রগতির মুলে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ প্রেম। তিনি সঠিকভাবে চিহ্নিত করেছেন সকল উন্নয়নভ

আগামী দিনে বাংলাদেশ যে সোনার বাংলার স্বপ্ন দেখে, আমাদের লক্ষ্যে পৌছানোর যে পথ, সেই পথ পরিক্রমায় পৌছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেয় আমাদের শিক্ষা। এবং সেই শিক্ষার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

মানসম্মত শিক্ষা আমাদের অঙ্গীকার। শিক্ষায় সকলের অভিগম্মতা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিনামূল্যে সকল শিক্ষার্থীর হাতে সকল পাঠ্যপূস্তক তুলে দেয়ার কার্য্যক্রম শুরু হয়েছিল ২০১০ সাল থেকে।
মন্ত্রী বলেন, গত ১০ বছরে মোট ৪৩ কোটি ১৯লক্ষ ২৭হাজার ৭৩৯ জন শিক্ষার্থীর হাতে ৩৩১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৬৯টি বই তুলে দেয়া হয়েছে। যা ২০১০ থেকে আজকের পহেলা জানুয়ারী পর্যন্ত।

শুধু মাত্র এই বছর আমাদের ৪কোটি ২৭ লক্ষ ৫২হাজার ১৫৮জন শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি ৩৯লক্ষ ৯৪হাজার ১৯৭টি বই। তার মাধ্যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্যই ব্রেইলে বই, যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রয়েছে তাদের জন্য তাদের মাতৃভাষায় বই।

আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার জন্য আমরা আরো বহুমুখী কার্যক্রম গ্রহন করেছি। আমরা যুগপোযুগী পাঠ্যবই প্রনোয়ন করছি। আমরা আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি। যাতে শিক্ষার্থীদের উপরে পরীক্ষার চাপ কমানো যায়। শিক্ষাকে আনন্দময় করা যায়। যেন সত্যিকার অর্থে আমরা শেখাকে শিখন পদ্ধতিতে সহজ করতে পারি। শিক্ষকদেরকে প্রশিক্ষণ দান করছি। অবকাঠামোর উন্নয়ন করে চলেছি। একইসাথে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করছি এবং গবেষণাকে উৎসাহিত করছি, বরাদ্ধ প্রদান
করছি।
আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপরে ব্যাপক ভাবে জোর দিচ্ছি, সবাই জানুক যার যার যোগ্যতা অনুযায়ী জীবিকার ব্যবস্থা করতে পারে। মর্য্যাপূর্ণ জীবন যাতে সবাই ব্যবহার করতে পারে। এবং যে যে কাজই করুক না কেন তা জানি দক্ষতার সঙ্গে যোগ্যতার সঙ্গে করতে পারে।
আমরা চাই আমাদের এই শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের সোনামণিরা বই পড়বে, খেলাধুলা করবে, তারা শরীর চর্চা করবে, তারা সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করবে। একজন মানুষ সত্যিকারের মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলবার জন্য কাজ করবে। নিজেদের প্রতিবেশীদেরকে জানবে, তাদের পরিবেশকে জানবে, সমাজকে চিনবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তুমি স্বপ্ন দেখবে, তোমার সকলে স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তোমরা পরিশ্রম করবে, মনোযোগী হবে, পড়াশোনার দিকে মন দিবে, মনোযোগ দিয়ে পড়বে। দেশকে জানার জন্য তোমরা সব সময় সচেতন থাকবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সহিংসতা থেকে নিজেদেরকে দূরে রাখবে। গুজবে কান দিবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তোমরা দায়িত্বশীল হবে, আমরা চাই তুমরা সবাই ভালো মানুষ হবে।
মন্ত্রী বলেন, শুধু আমরা জিপিএ পাঁচ, জিপিএ পাঁচ এই উন্মাদনার পিছনে যেন না ছুটি। আমার যা পড়ার আছে তা আমি পরবো, শিখবো, চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী ভালো করতে। কিন্তু আমাকে জিপিএ পাঁচ পেতেই হবে এজন্য আমি পড়াশুনা ছাড়া কিছুই করবো না, শরীর চর্চায় সময় দিব না, সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিব না, তাহলে হবে না সবকিছু মিলিয়েই একজন পরিপূর্ণ মানুষ আমাদের হতে হবে। এবং তার যন্যে মানবিকতা, সততা, পরমাৎসহি¯œুতা, পরিস্কার পরিচ্ছন্নতা, সহমর্মিতা এবং দেশ প্রেম বিষয়গুলিকে আমাদের প্রত্যেতকে আত্মস্থ্য করতে হবে। আর এর মধ্য দিয়েই আমাদের বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন সেই সোনার মানুষ তৈরি করতে পারবো
আর তাদের হাতেই তৈরি হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, ইনশাল্লাহ।
আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই সোনার বাংলা প্রতিষ্ঠার পথে। তোমাদেরকে সোনার মানুষ হিসেবে গড়বার জন্য কাজ করে যাচ্ছি। তোমাদের জন্য এই নতুন বছর শুধু নয়, তোমাদের সামনের প্রতিটি দিন, প্রতিটি বছর মঙ্গলময় হোক, সফল হোক, তোমরা সবাই ভালো মানুষ হও, স্বপ্ন দেখো যে যে কাজই করো না কেন কেউ কৃষি কাজ করবে, কেউ শ্রমজীবি মানুষ হবে, কেউ বিজ্ঞানী হবে, কেউ শিল্পি হবে, কেউ সাহিত্যিক হবে। যে যাই হওনা কেন মানুষের মতো মানুষ হবে।
আজকে আমরা সবাই বিশ্ব নাগরীক হবার জন্য কাজ করি। এবং সেই বিশ্ব নাগরিক হতে হলে আমার নিজেকে আগে জানতে হবে।

শিক্ষামন্ত্রী ছোটবেলায় তার শেখা ব্রতচারী গানের কথা ‘মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ, বিশ্ব মানব হবি যদি তাই মনে বাংগালী হ’ লাইনটি শিক্ষার্থীদের শুনিয়ে বলেন, আমরা বাঙালি হয়ে বঙ্গবন্ধুর চেতনা কে তার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি তার মধ্যে দিয়ে আমরা মানুষ হয়ে উঠি।
অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি বিশ‌্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পরে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি দেখা হবে।

তিনি বলেছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না, শেখ হাসিনা সরকারের সময় কোন দাবি দাওয়ার প্রয়োজন হয় না এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষা নিয়ে বর্তমান সরকার সবসময় সব বিষয়ে গুরুত্ব দেয়, তাই কোন দাবি দাওয়া থাকলে সেটি সরকারকে জানাতে হবে সেগুলো যদি যুক্তিসঙ্গত হয় সেগুলো বিবেচনায় নিয়ে এসে দেখা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে পাঠ্যপ্রস্তক উৎসবে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা, কারিগরি মাদ্রসা শিক্ষাবোর্ডের সচিব মুন্সি সাহাবুদ্দিন আহম্মেদ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রতন পিটার গমেজসহ আরো অনেকেই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ