Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙা সম্পর্কে নতুন রঙ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

২০১৯ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে তাদের সম্পর্কের নতুন অধ্যায় লিখতে পারেন ব্র্যাড পিট এবং জেনিফার অ্যানিস্টন। হলিউডের অভ্যন্তরে এখন এই গুঞ্জন চলছে।
ব্র্যাড ও জেনিফারের পাঁচ বছরের দাম্পত্যের শেষটা মোটেই সুখকর ছিল না। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাডের নতুন প্রেম, ভেকেশনে তাদের একসঙ্গে ছবি, মিডিয়ার গসিপ- এসব ঘটনার পরে সংবাদ মাধ্যমের সামনে জেনিফার স্বীকার করেছিলেন, দুনিয়া যতটা আশ্চর্য হয়েছে, ততটা বিস্মিত আমিও।

কিন্তু সেই ভাঙা সম্পর্কেই নতুন রঙ লেগেছে গত কয়েক মাসে। জেনিফার ও ব্র্যাডকে প্রায়ই একত্রে দেখা যাচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে জেনিফারের ৫০ বছরের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন ব্র্যাড। হলিউডের অনেকেই বলাবলি করছেন, কয়েক দিন আগে ক্যালিফোর্নিয়ায় জেনিফারের হলিডে পার্টিতেও ব্র্যাড গিয়েছিলেন।
নিমন্ত্রিত অতিথি ছিলেন মাত্র ৫০ জন। সবার আগেই হাজির হন ব্র্যাড। এর বাইরে মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। এমনকি ডেটিংও করছেন তারা। সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে চলছে নতুন গুঞ্জন। সূত্র : ইউকে এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ