Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেমোক্র্যাটরা ৫০ লাখ ভোট বেশি পাবেন, প্রেসিডেন্ট হবেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন সে বিষয়ে প‚র্বাভাস দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর। এবারও তিনি প‚র্বাভাষ করেছেন। বলেছেন, ২০২০ সালের নির্বাচনেও বিজয়ী হবেন ট্রাম্প। তবে তিনি ৫০ লাখ কম পপুলার ভোট পেতে পারেন। ইলেক্টরাল কলেজ সিস্টেমে তিনি এত ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। এর কারণ, বিজয় নির্ধারণকারী ম‚ল রাজ্যগুলোতে তিনি বিজয়ী হবেন আরামে আয়েশে। বৃটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। তাতে বলা হয়েছে মাইকেল মুর ডেমোক্রেসি নাউ-এর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি মনে করি ডেমোক্রেট দল থেকে যিনিই প্রেসিডেন্ট নির্বাচনে আগামী বছরের জন্য মনোনয়ন পান না কেন, তিনিই ৪০ লাখ থেকে ৫০ লাখ বেশি পপুলার ভোটে বিজয়ী হবেন। কিন্তু সেই বিজয় চ‚ড়ান্ত নয়। ইলেক্টরাল কলেজ সিস্টেমে তিনি প্রেসিডেন্ট হবেন না। তার ভাষায়, সমস্যাটা হলো, যদি আজই ভোট হতো, আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টরাল রাজ্যগুলোতে বিজয়ী হতেন। এ রাজ্যগুলো তার জন্য খুব প্রয়োজনীয়। আমি আপনাকে বলবো, তার সমর্থনের মাত্রা এক ইঞ্চিও কমে নি। অনেকেই ভীত এ জন্য যে, তিনি পরাজিত হবেন। এর কারণ তার আচরণ। অন্যদিকে ডেমোক্রেটদের সতর্ক করেছেন মাইকেল মুর। ডেমোক্রেটরা তথাকথিত উদার প্রার্থী বাছাই এবং আরেকজন ‘হিলারি ক্লিনটন’ ভোটারদের সামনে দাঁড় করানোর বিরুদ্ধে তার এই সতর্কতা। তিনি বলেছেন, ২০২০ সালে বিজয়ী হতে হলে ডেমোক্রেটদের এর ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। উল্লেখ্য, বর্তমানে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরে রয়েছেন গত নির্বাচনে হিলারি ক্লিনটনের কাছে হেরে প্রাইমারি নির্বাচনে আউট হয়ে যাওয়া সিনেটর বার্নি স্যান্ডারস এবং সিনেটর এলিজাবেথ ওয়ারেন। সা¤প্রতিক জরিপে দেখা গেছে, এই তিনজন প্রার্থীর যেকেউ পপুলার ভোটে পরাজিত করতে পারবেন ট্রাম্পকে। কিন্তু ইলেক্টরাল কলেজ সিস্টেমে তারা কতটা ভাল করবেন সে বিষয়টি স্পষ্ট নয়। এক্ষেত্রে ডেমোক্রেট দল থেকে মনোনয়নে বার্নি স্যান্ডার্সকে সমর্থন করেন মাইকেল মুর। তবে এলিজাবেথ ওয়ারেনকে যদি প্রার্থী করা হয় তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না। ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ