Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনডিএ’র ১০ শরিকই এনআরসির বিরুদ্ধে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নিজের জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) মধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারত জুড়ে প্রস্তাবিত ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) নিয়ে তারা এই পরিস্থিতির মুখে পড়েছে। এনআরসির অর্থ হলো ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত তথ্য সম্বলিত নাগরিক তালিকা তৈরি করা। এনডিএর মধ্যে যে ১৩টি দল রয়েছে, এর মধ্যে ১০টিই এনআরসির বিরোধীতা করেছে। এর ফলে বিজেপিকে হয়তো ভারতজুড়ে এনআরসি প্রণয়নের জন্য তাদের পরিকল্পনা বাস্তবায়নের চিন্তা থেকে পিছিয়ে আসতে হবে। বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) প্রধান নিতিশ কুমার গত সপ্তাহে পাটনাতে বলেছেন যে, তার রাজ্যে এনআরসি বাস্তবায়ন করা হবে না। জেডি(ইউ) এর জেনারেল সেক্রেটারি কে সি টিয়াগি দ্য প্রিন্টকে বলেন, এনআরসিকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। তাছাড়া সরকারে উচিত এনপিআর নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটা দ‚র করা। বিজেপির অন্যতম পুরনো মিত্র দল আকালি দল পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যাক্টের পক্ষে ভোট দেয়ার পর এনআরসির বিরুদ্ধে কথা বলেছে। রাজ্য সভা এমি নরেশ গুজরাল বলেছেন আকালি দল সংখ্যালঘু স¤প্রদায়ের প্রতিনিধিত্ব করছে এবং তারা এনআরসিকে সমর্থন করবে না। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ