Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তীব্রতর করবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাবে উষ্মা প্রকাশ করে বলেছেন, তেহরানকে আত্মসমর্পণ করানোর উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তীব্রতর করা হবে। তিনি সোমবার রাতে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন। তিনি বলেন, ২০২০ সালে ইরানের ওপর আরো শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে ওয়াশিংটন। ব্রায়ান হুক বলেন, মধ্যপ্রাচ্যে নিজের স্বার্থ রক্ষার লক্ষ্যে মার্কিন সরকার ক‚টনৈতিক প্রচেষ্টার সঙ্গে সামরিক শক্তিকে এক করে ফেলেছে। তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত এ নীতি ফলপ্রস‚ ছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির ঘাঁটিতে ভয়াবহ মার্কিন বিমান হামলাকে ‘আত্মরক্ষাম‚লক হামলা’ বলে দাবি করেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ