মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) হুঁশিয়ার করেছে, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে চলমান উত্তেজনার কারণে তাদের হাতে আটক বন্দিদের নিরাপত্তা দেওয়া আর সম্ভব নয়। গোষ্ঠীটির মুখপাত্র খাইং থুকা সংবাদমাধ্যম ইরাবতীকে বলেছেন, সেনাবাহিনীর গোলাবর্ষণে কেবল বন্দিরা নয়, পুরো রাখাইন স¤প্রদায় আক্রান্ত হচ্ছে। গত সপ্তাহে দেশটির নেত্রী অং সান সু চি’র রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এক শীর্ষ নেতা রাখাইনে আরাকান আর্মির হাতে বন্দি অবস্থায় নিহত হওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি। এর আগে মিয়ানমারের এক সরকারি এক কর্মকর্তা জানান, আরাকান আর্মির সদস্যরা এনএলডি’র রাখাইনের বুথিডং শাখার চেয়ারম্যান ইয়ে থেইনকে অপহরণের পর হত্যা করেছে। তবে বিদ্রোহী গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, গত সোমবার বুথিডংয়ের এক ঘাঁটিতে সেনাবাহিনীর হামলায় বন্দি অবস্থায় মারা গেছেন ওই এনএলডি নেতা। তবে ওইদিন বুথিডংয়ে কোনও হামলার কথা অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। এনএলডি নেতা ইয়ে থেইন নিহতের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে আরাকান আর্মি। সমালোচকদের দাবি, বন্দিদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে গোষ্ঠীটি। ওই বিষয়ে খাইং থুকা বলেন, ‘কেবল বন্দিরা নয় মিয়ানমার সেনাবাহিনীর গোলাবর্ষণের হুমকিতে আছে পুরো রাখাইন স¤প্রদায়।’ এমন অবস্থায় এনএলডি নেতাকে নিয়ে আতঙ্কিত থাকা অন্যায় বলেও মন্তব্য করেন তিনি। ২০১৮ সালের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে।ইরাবতী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।