মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক জোরদার করার জন্য দুই দেশের শীর্ষ পর্যায়ের ক‚টনীতিকেরা গুরুত্বারোপ করেছেন। এজন্য তারা দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপ‚র্ণ ইস্যুগুলোতে শলা-পরামর্শ অব্যাহত রাখার কথা বলেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের এক বৈঠকে এসব কথা আলোচনা হয়েছে। বৈঠকে জাওয়াদ জারিফ বলেন, দু দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে এ কথা স্পষ্ট হয়েছে যে, দুপক্ষই তাদের মধ্যে সহযোগিতা জোরদার করতে চায়। তিনি বলেন, “আমাদেরকে বিভিন্ন ইস্যুতে অব্যাহতভাবে পরামর্শ করতে হবে এবং আমার এই সফর সেই লক্ষ্যেই অনুষ্ঠিত হচ্ছে।” আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানের প্রতি চীনের সমর্থনের প্রশংসা করেন তিনি। পাশাপাশি মার্কিন সরকার ইরানের ওপর যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তার কড়া সমালোচনা
করেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।