Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার জয় শ্রীরাম সেøাগান দিয়ে গির্জায় হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

যিশুখ্রিস্টের জন্মদিন পালন ও নতুন গির্জার উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ‘জয় শ্রীরাম’ সেøাগান দিয়ে গির্জায় হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। এই ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প‚র্ব মেদিনীপুরের ভগবানপুর। জানা গেছে, সোমবার গ্রেপ্তারকৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। প্রত্যেককে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তবে গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। কয়েক দিন আগে মেদিনীপুরের ভগবানপুর থানার উত্তর শিবরামপুর গ্রামে যিশুখ্রিস্টের জন্মদিন পালন এবং নতুন গির্জা উদ্বোধনের অনুষ্ঠান চলছিল। তাতে ভীড় জমিয়েছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী বহু মানুষ। এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী মানুষও ভিড় জমান গির্জায়। অভিযোগ, ওই অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন বিজেপি কর্মী গির্জায় হামলা চালায়। তারা গির্জার জাানলা, দরজা ভাঙচুর করে। এমনকি তারা গির্জায় থাকা আসবাবপত্র, পাখা এবং মাইক সেটেও ব্যাপক ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের বাধা উপেক্ষা করে নির্বিচারে চলে 

ভাঙচুর। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ