Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোর্টে ফিরছেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ৮:৩৮ পিএম

আবারও টেনিস কোর্টে ফিরছেন বিশ্বের সাবেক শীর্ষ টেনিস তারকা মারিয়া শারাপোভা। ব্রিসবেন টুর্নামেন্টের মাধ্যমে নতুন বছর শুরু করতে যাচ্ছেন তিনি। আয়োজকদের বিবেচনায় ওয়াইল্ড কার্ড নিয়ে কোর্টে নামবেন এই রুশ তারকা।
দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামসের কাছে গত আগস্টে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে পরাজিত হবার পর থেকে ৩২ বছর বয়সী শারাপোভা কোর্টের বাইরে রয়েছেন। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক ভিডিও বার্তায় শারাপোভা বলেছেন, ‘ব্রিসবেনকে আমি খুব মিস করেছি। এই শহর থেকে মৌসুম শুরু করতে পেরে আমি সত্যিই দারুন আনন্দিত। আগামী কয়েক দিনের মধ্যেই সবার সাথে দেখা হচ্ছে।’
কাঁধের ইনজুরির কারনে ২০১৯ সালটা মোটেই ভাল যায়নি শারাপোভার। পুরো বছরে মাত্র ১৫টি প্রতিদ্বন্দিতামূলক ম্যাচ খেলা এই রুশ তারকা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩৩তম স্থানে নেমে গেছেন। ২০১৫ সালে তিনি ব্রিসবেনে শিরোপা জিতেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ