গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন--২ নং ওয়ার্ডে খিলগাঁও থানা বিএনপি নেতা মাসুদ চৌধুরী, ৩ নং ওয়ার্ডে মো: আবুল হোসেন, ৪ নং ওয়ার্ডে সবুজবাগ থানা বিএনপির সভাপতি মো: গোলাম হোসেন, ৫নং ওয়ার্ডে সবুজবাগ থানা বিএনপি নেতা মনোয়ার হোসেন মানু, ৬ নং ওয়ার্ডে শামসুল হুদা সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মহানগর বিএনপি, ৭ সামসুল হুদা (কাজল) সাধারণ সম্পাদক, মুগদা থানা বিএনপি, ৮ আলমগীর হোসেন থানা বিএনপি নেতা মতিঝিল, ১০ মো: হারুন অর রশীদ যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ, ১১ মির্জা আসলাম আসিফ ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহানপুর, ১২ ফজলে রুবাইয়াত (পাপ্পু) ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহানপুর, ১৩ আব্বাস উদ্দিন সরকার ওয়ার্ড বিএনপি নেতা পল্টন, ১৪ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক, হাজারীবাগ থানা বিএনপি, ১৫ শফিক উদ্দিন ভূঁইয়া থানা বিএনপি নেতা ধানমন্ডী, ১৬ সিরাজুল ইসলাম সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ কলাবাগান ১৭ মো: আলাউদ্দিন আহমেদ থানা বিএনপি নেতা কলাবাগান, ১৮ মো: জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী সাধারণ সম্পাদক, নিউমার্কেট থানা বিএনপি, ২১ খাজা হাবিবুল্লাহ হাবিব থানা বিএনপি নেতা শাহবাগ, ২২ মো: আনিসুর রহমান (শিপলু) সাবেক সভাপতি, হাজারীবাগ থানা, ২৩ মো: আমিনুল ইসলাম থানা বিএনপি নেতা লালবাগ, ২৪ মো: মোশারফ হোসেন (খোকন) সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ, ২৫ হাজী আলতাফ হোসেন থানা বিএনপি নেতা লালবাগ, ২৬ মীর আশরাফ আলী আজম সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ, ২৭ শাহিদা মোরশেদ সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার, ২৮ আনোয়ার পারভেজ বাদল যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার, ২৯ শহিদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক, চকবাজার থানা বিএনপি চকবাজার, ৩০ হুমায়ুন কবির সভাপতি, ৩০ নং ওয়ার্ড বিএনপি চকবাজার, ৩১ হাজী এম এ কাইয়ুম সভাপতি, ৩১ নং ওয়ার্ড বিএনপি চকবাজার থানা, ৩২ মো: তাজ উদ্দিন আহমেদ সভাপতি, বংশাল থানা বিএনপি বংশাল, ৩৪ মামুন আহম্মেদ সাধারণ সম্পাদক, বংশাল থানা বিএনপি বংশাল, ৩৫ ইয়াকুব সরকার বিএনপি নেতা বংশাল, ৩৬ আবু তাহের সহ-সভাপতি, যুবদল কোতোয়ালী, ৩৭ মো: ফরহাদ রানা থানা বিএনপি নেতা কোতোয়ালী, ৩৮ মেহেরুন নেছা থানা বিএনপি নেতা ওয়ারী, ৩৯ সাব্বির আহমেদ আরেফ সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ৪০ মকবুল ইসলাম খান টিপু সভাপতি, গেন্ডারিয়া থানা বিএনপি ও বর্তমান কাউন্সিলর গেন্ডারিয়া, ৪১ লিয়াকত আলী সভাপতি ওয়ারী, ৪২ মো: মোসলেমুর রহমান (মকলেস) থানা বিএনপি নেতা সূত্রাপুর, ৪৩ মোস্তাফিজুর রহমান ফয়েজ সাধারণ সম্পাদক, ৪৩ নং ওয়ার্ড বিএনপি সূত্রাপুর, ৪৪ মো: আব্দুস সাহেদ মন্টু সভাপতি, সূত্রাপুর থানা বিএনপি ও বর্তমান কাউন্সিলর সূত্রাপুর, ৪৫ আ: কাদির সাধারণ সম্পাদক, গেন্ডারিয়া থানা বিএনপি ও বর্তমান কাউন্সিলর গেন্ডারিয়া, ৪৬ মোঃ ফারুক সভাপতি, ৪৬ নং ওয়ার্ড বিএনপি গেন্ডারিয়া, ৪৭ কাজী মাহাবুব মাওলা হিমেল সাংগঠনিক সম্পাদক, শ্যামপুর থানা বিএনপি, ৪৮ মো: আব্দুল কাদের থানা বিএনপি নেতা যাত্রাবাড়ী, ৪৯ বাদল সরদার সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা বিএনপি, ৫০ মো: ওয়াহিদুজ্জামান ওয়ার্ড বিএনপি নেতা যাত্রাবাড়ী, ৫২ রবিউল ইসলাম দীপু থানা বিএনপি নেতা কদমতলী, ৫৩ মীর হোসেন মিরু সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কদমতলী, ৫৪ মো: মোজাম্মেল হোসেন সিনিয়র সহ-সভাপতি, শ্যামপুর থানা বিএনপি শ্যামপুর, ৫৫ মো: সামির সিনিয়র সহ-সভাপতি, ৫৫ নং ওয়ার্ড কামরাঙ্গীর চর, ৫৬ মো: নাঈম সাধারণ সম্পাদক, কামরাঙ্গীর চর থানা বিএনপি, ৫৭ সাইফুল ইসলাম সহ-সভাপতি কামরাঙ্গীর চর থানা বিএনপি, ৫৮ সেলিম রেজা সাবেক সাধারণ সম্পাদক, শ্যামপুর ইউনিয়ন বিএনপি কদমতলী, ৫৯ মো: আসলাম মোল্লা থানা বিএনপি নেতা কদমতলী, ৬০ মো: ইউসুফ আলী ভূঁইয়া থানা বিএনপি নেতা কদমতলী, ৬১ মো: জুম্মন মিয়া সাবেক সাধারণ সম্পাদক, কদমতলী থানা বিএনপি, ৬২ সৈয়দ আহমেদ থানা বিএনপি নেতা যাত্রাবাড়ী, ৬৩ সোহেল আহমেদ থানা বিএনপি নেতা যাত্রাবাড়ী, ৬৪ মো: আহসান উল্লাহ থানা বিএনপি নেতা যাত্রাবাড়ী, ৬৫ মো: সানাউল্লাহ মিয়া থানা বিএনপি নেতা যাত্রাবাড়ী, ৬৬ মো: আকবর হোসেন ভূঁইয়া নান্টু থানা বিএনপি নেতা ডেমরা, ৬৭ এস এম রেজা চৌধুরী সেলিম থানা বিএনপি নেতা ডেমরা, ৬৮ মো: আনিসুজ্জামান থানা বিএনপি নেতা ডেমরা, ৬৯ শামীম আহমেদ থানা বিএনপি নেতা ডেমরা, ৭০ মো: এম এ আজিম থানা বিএনপি নেতা ডেমরা, ৭১ মো: খোরশেদ আলম থানা বিএনপি নেতা মুগদা, ৭২ জিয়াউল হক রতন থানা বিএনপি নেতা মুগদা, ৭৩ এইচ এম সোহরাওয়ার্দী ওয়ার্ড বিএনপি নেতা সবুজবাগ, ৭৪ আব্দুল হান্নান খান থানা বিএনপি নেতা খিলগাঁও, ৭৫ আকবর হোসেন থানা বিএনপি নেতা খিলগাঁও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।