Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে থার্টিফাস্ট নাইট খোলা জায়গায় নাচগান নিষিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

থার্টি ফাস্ট নাইটকে ঘিরে রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোন ধরনের জমায়েত, সমাবেশ, নাচ, গান ও উৎসব করা যাবে না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গতকাল সোমবার নগর পুলিশের পক্ষ থেকে বর্ষবিদায় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে শালীনতা ও সৌন্দর্য বজায় রাখার আহ্বান জানানো হয় নগরবাসীর প্রতি। এতে বলা হয়, রাত ১০ টার পর পতেঙ্গা সৈকত এবং ও পারকি সৈকতে অবস্থান করা যাবে না। লাইসেন্সকৃত বার ও মদের দোকান আজ মঙ্গলবার বিকেল থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখতে হবে। একই সাথে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা, নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকা- থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে। এসব নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেয়া হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থার্টিফাস্ট নাইট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ