বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, ভারত সরকারের নাগরিকত্ব সংশোধন আইন মানবতা বিরোধী অপরাধ। তিনি মোদি সরকারকে এ হটকারী নাগরিকত্ব সংশোধন আইন বাতিলের দাবি জানান। সংগঠনের আমীর বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ক্ষমতাসীনদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র ইসলামী ব্যবস্থায় গঠিত ও পরিচালিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকারসহ সকল অধিকার নিশ্চিত হবে।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী, মুহাম্মাদ আমীর হোসাইন ও আসাদুজ্জামান বুলবুল। আলোচনা সভায় সংগঠনের আমীর ঘোষিত ১ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী ঢাকা মহানগরীর প্রতিটি থানায় গণসংযোগ এবং ৭ জানুয়ারী সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।