বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে রিয়াদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের মধ্যে বিরোধ ছিল। এর মধ্যে ঘরের চালায় ঢিল ছোড়াকে কেন্দ্র করে রোববার সকাল ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এলাকাবাসী জানায়, শনিবার রাতে তারাবির নামাজ শেষে এক পক্ষ অপর পক্ষের বাড়ির ঘরের ওপর ঢিল ছোড়ে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করে। এ ঘটনার সূত্র ধরে রোববার সকালে চাঁদ আলী বিশ্বাসের লোকেরা প্রতিপক্ষ শফি মোল্লার সমর্থক হাসান মোল্লার বাড়ি ভাঙচুর করতে যায়। এসময় সড়কির আঘাতে রিয়াদুল ঘটনাস্থলে নিহত হয়। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদ আলী বিশ্বাস ও শফি মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এ সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে। নিহত রিয়াদুল রাজাপুর গ্রামের ভ্যানচালক জামাল শেখের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।