Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের উলিপুরে অটো-রিক্সার চাপায় মহিলার মৃত্যু, আহত-২

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ৪:২২ পিএম

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় রুবি বেগম (৪২) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত ২ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের শিববাড়ি নামকস্থানে। 

প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে একটি থ্রি-হুইলার কুড়িগ্রাম থেকে উলিপুর আসার পথে ওই স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটো-রিক্সাকে ধাক্কা দেয়। এসময় থ্রি-হুইলারের যাত্রি রুবি বেগম ছিটকে পড়ে ব্যাটারী চালিত অটো-রিক্সার চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার তবকপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় অটো চালক শাহাদৎ হোসেন(৫০) ও অটো যাত্রী মাইদুল ইসলাম(৩০)মারাত্মক আহত হলে তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোরিক্সার চাপা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ