Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ে ফিরল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪ পিএম

প্রথমে সার্জিও আগুয়েরো। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করলেন কেভিন ডে ব্রুইনে। ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জয় দিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতে বর্তমান চ্যাম্পিয়নরা।
বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি সিটি। ৩০তম মিনিটে স্বাগতিকদের জালে শেফিল্ড ইউনাইটেড বল জড়ালেও ভিএআরের সাহায্য নিয়ে অফ-সাইডের বাঁশি বাজান রেফারি।
৫২তম মিনিটে সিটিকে এগিয়ে নেন আগুয়েরো। ডে ব্রুইনের থ্রু পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আধিপত্য ধরে রেখে একের পর এক আক্রমণ করতে থাকা সিটি ব্যবধান দ্বিগুণ করে ৮২তম মিনিটে। প্রতিআক্রমণে রিয়াদ মাহরেজের দারুণ এক পাস পেয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে জাল খুঁজে নেন ডে ব্রুইনে।যোগ করা সময়ে ব্যবধান কমানোর ভালো সুযোগ পেয়েছিল শেফিল্ড। তবে বিলি শার্পের হেড ফেরে পোস্টে লেগে।
এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিটি। ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা লিভারপুল। দুইয়ে থাকা লেস্টারের পয়েন্ট ২০ ম্যাচে ৪২। ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৩১ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম হটস্পার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ