Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ৯:৫৭ এএম

কুমিল্লায় দুর্ঘটনায় পড়া নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ শেষ হয়েছে। দুর্ঘটনার প্রায় সাত ঘণ্টা পর সকাল পৌনে নয়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস ও লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার কারণে আন্তনগর তুর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল, উদয়ন এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো ছেড়ে যেতে শুরু করেছে। তবে সব কয়টি ট্রেনই বিলম্বে চলাচল করছে। এতে যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার রাত পৌনে দুইটায় নোয়াখালী থেকে ঢাকাগামী ১১ আপ নোয়াখালী এক্সপ্রেস ট্রেন শশীদল স্টেশন এলাকা পার হওয়ার পরপরই লাইনচ্যুত হয়। ট্রেনের লোকোমোটিভসহ (ইঞ্জিন) চার বগি লাইন থেকে সরে গিয়ে দুর্ঘটনায় পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন সকাল আটটা ৫০ মিনিটে জানান, ভোর চারটার পর থেকে উদ্ধারকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিনঘণ্টা লাগে উদ্ধারকাজ শেষ করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল যোগাযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ