Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যাটসম্যান মিরাজেই খুলনার জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে সিলেট থান্ডারকে ষষ্ঠ হারের লজ্জা দিল খুলনা টাইগার্স। এই ম্যাচে জয়েও অবশ্য ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনেই থাকল মুশফিকুর রহিমের দল। অন্যদিকে টেবিলে সিলেটের অবস্থান ছয়ে।

গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে প্রথমে ব্যাটিয়ে নামে সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে তারা। জবাবে ৮ উইকেটের বড় জয় পায় খুলনা। সিলেটের হয়ে ওপেনার আন্দ্রে ফ্লোচার ৩৭ ও রুবেল মিয়া করেন ৩৯ রান। এছাড়া জনসন চার্লস ১৭, রাদারফোর্ড ২৬ ও মোসাদ্দেক করেন ২৩ রান। খুলনার হয়ে ফ্রাইলিঙ্ক ও শহীদুল ২টি করে উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালান খুলনার দুই ওপেনার। শান্ত ও মিরাজ উদ্বোধনী জুটিতে তোলেন ১১৫ রান। ব্যক্তিগত ৪১ রানে এবাদতের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে নিজের অর্ধশত আদায় করে নেন মিরাজ। এরপর রুশো ১৬ রানে ফিরলেও মিরাজের ব্যাটেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। মিরাজ ৮৭ ও মুশফিক ২ রানে অপরাজিত ছিলেন। খুলনা জয় তুলে নেয় ১৩ বল হাতে রেখেই। সিলেট দলের ব্যর্থতার দিনে ছয় বোলার ব্যবহার করেছিরেন অধিনায়ক মোসাদ্দেক। তবে কাঙ্খিত উইকেটের দেয়া পেয়েছেন শুধুমাত্র এবাদত। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন খুলনার ওপেনার মেহেদী হাসান মিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ