Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাত্তরের প্রেমে তরুণ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সৌন্দর্য্য আর গøামারের ঝলকানিতে বলিউড মাতিয়ে রেখেছিলেন নায়িকা হেমা মালিনী। সেই এভারগ্রিন অভিনেত্রী হেমা মালিনীর বয়স সত্তর পেরিয়ে একাত্তর। কিন্তু তার গø্যামারে আঁচ পড়েনি একটুও। এবার তিনি প্রেমে পড়লেন এক তরুণ নায়কের।
তবে সে প্রেম বাস্তবে নয়, সিনেমায়। ‘সিমলা মির্চি’ ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি। এই ছবিতে আবার দর্শক দেখবেন তাদের সেই চিরপরিচিত লাস্যময়ী হেমা মালিনীকে।
ছবিটিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। গত বৃহস্পতিবার ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির গল্পে ভুলবশত নায়িকা রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি তার মা হেমা মালিনীর হাতে গিয়ে পড়বে। তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা। এরপর খুব বেকায়দায় পড়বে ওইতরুণ অর্থাৎ রাজকুমার রাও।
এদিকে তার সমস্যা হলো সে কিছুতেই ভালোবাসার কথা নায়িকাকে বলতে পারে না। এমন বিব্রতকর পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে? এ প্রশ্নের জবাব জানা যাবে ছবিটি মুক্তি পেলেই।
প্রসঙ্গত, ছবির মুক্তি পাওয়া ট্রেলারে ৭১ বছরের হেমা মালিনীর পাশে রাকুলপ্রীতকে বেশ ম্রিয়মাণ লেগেছে। ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। ‘সিমলা মির্চি’ নতুন বছরের শুরুতে আগামী ৩ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে। সূত্র : ইন্ডিয়া টুডে।



 

Show all comments
  • jack ali ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৩২ পিএম says : 0
    We are not allow these sort of indecent article in our News paper...It damage the morality of muslims in our country.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ