Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপ্রতিরোধী ক্ষেপণাস্ত্র মোতায়েন

২০২০ সাল শেষ হওয়ার আগেই রাশিয়ার ‘নর্ড স্ট্রিম-২’ চালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সর্বাধুনিক ও দ্রুত গতিসম্পন্ন অপ্রতিরোধী ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড-এর প্রথম রেজিমেন্ট মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানিয়েছেন, মস্কোর স্থানীয় সময় ২৭ ডিসেম্বর শুক্রবার নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও পশ্চিমাঞ্চলীয় উরাল পর্বতমালায় মোতায়েন হতে পারে বলে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। দেশটির সামরিক বাহিনীর দাবি, শব্দের চেয়ে ২৭ গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে ক্ষেপণাস্ত্রটি। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করা অসম্ভব। ২০১৮ সালের বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে অন্যান্য অস্ত্রের পাশাপাশি অ্যাভানগার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা উন্মোচন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় এটিকে উল্কাপিন্ড ও অগ্নিগোলকের সঙ্গে তুলনা করেন তিনি। ওই বছরের ডিসেম্বরে উরাল পর্বতমালার একটি ঘাঁটি থেকে পরীক্ষাম‚লক উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটার দ‚রের লক্ষ্যবস্তুতে আঘাত করে। পরীক্ষা শেষে পুতিন বলেন, বিদ্যমান ও প্রত্যাশিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় অভেদ্য অ্যাভানগার্ড। অপর এক খবরে বলা হয়, রাশিয়া বলেছে, দেশটি আগামী বছর শেষ হওয়ার আগেই জার্মানি পর্যন্ত ‘নর্ড স্ট্রিম-২’ পাইপলাইন চালু করবে। রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করার জন্য এই বিশাল প্রজেক্টের কাজ মাঝামাঝি থাকা অবস্থায় গত সপ্তাহে আমেরিকা এই প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ফলে পাইপলাইনের শেষ অংশের কাজ বন্ধ করতে বাধ্য হয় এটির ঠিকাদার প্রতিষ্ঠান ‘অলসিস’। রাশিয়ার জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক শুক্রবার বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার জন্য রাশিয়া নিজেই পাইপলাইনের বাকি নির্মাণকাজ সমাপ্ত করতে পারবে এবং ২০২০ সাল শেষ হওয়ার আগেই এ প্রকল্প চালু করবে মস্কো। এদিকে, আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অত্যাধুনিক অ্যাভানগার্ড দুই মেগাটন ওজন পযর্ন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অ্যাভানগার্ড ক্ষেপণাস্ত্রটি নতুন জটিল উপকরণ ব্যবহারে তৈরি যা দুই হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। ফলে এটি বায়ুমন্ডলের ভেতর দিয়ে শব্দের চেয়ে বহুগুণ বেশি দ্রুতি গতিতে ছুটতে পারে। অ্যাভানগার্ড সিস্টেমের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে পশ্চিমা দেশগুলোর অস্ত্র বিশেষজ্ঞরা এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার দাবির মতো সক্ষম নয়। একই রকম ক্ষেপণাস্ত্র কর্মস‚চী চালাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনেরও রয়েছে একই কর্মস‚চি। ২০১৪ সালে এই ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করে বেইজিং। স্পুটনিক,পার্সটুডে, রয়টার্স।



 

Show all comments
  • mujib ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৮ এএম says : 0
    World has become multipolar now. In the changing world, Bangladesh is going to be looser. ...
    Total Reply(0) Reply
  • Nazmul Islam ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৪ এএম says : 0
    এক সময় মানুষের তৈরি অস্ত্রতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • নাঈম বি এস এল ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    রাশিয়ার জন্য শুভ কামনা রইলো।
    Total Reply(0) Reply
  • নাসিম ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    হায়রে বিবেক, মানুষকে মারার জন্য এত আয়োজন।
    Total Reply(0) Reply
  • কে এম শাকীর ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    আমেরিকাকে বিট করে এগিয়ে যাক, সফলতা কামনা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ