Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাইকে শেষ করে দেব : পু.সুপার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ভারতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পুরো দেশ। এর মধ্যে উত্তর প্রদেশের মিরাটে বিক্ষোভের মাত্রা কিছুটা বেশি। এদিকে মিরাটের এক পুলিশ সুপারের সা¤প্রদায়িক মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার একটি মুসলিম প্রধান এলাকায় গিয়ে অত্যন্ত সা¤প্রদায়িক মন্তব্য করেন উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা। নাগরিকত্ব আইনের বিষয়ে শুক্রবারের নামাজের পরে নতুন করে শহরে বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভকে সামাল দিতে গিয়েই সা¤প্রদায়িক মন্তব্য করেন ওই পুলিশকর্মী, যা ধরা পড়েছে ভিডিওতে! ভিডিওতে দেখা যায় অখিলেশ সিং এবং অন্যান্য পুলিশ সদস্যরা তারপর এগিয়ে যেতে শুরু করেন তবে বেশক্ষুব্ধ দৃষ্টিতেই অফিসার কমপক্ষে তিনবার ওই মুসলিমদের কাছে ফিরে এসে বলেন, “এক এক ঘর থেকে এক এক মানুষকে তুলে জেলে পুড়বো।” একেবারে শেষে তাকে বলতে শোনা যায়, “আমি সবাইকে শেষ করে দেব।’’ এনডিটিভির হাতে আসা একটি মোবাইল ফোনের ভিডিওতে মীরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিংকে রায়ট গিয়ার পরে সরু গলিতে হাঁটতে দেখা যায়। রায়ট গিয়ার পরা আরও কয়েকজন পুলিশকেও তার সঙ্গে হাঁটতে দেখা যায়। অখিলেশ নারায়ণ সিং এমন জায়গায় থামেন যেখানে টুপি পরে কয়েকজন মুসলিম পুরুষ দাঁড়িয়ে ছিলেন। ২ মিনিটেরও কম ওই ভিডিওতে অখিলেশকে পাশেই দাঁড়িয়ে থাকা দুজনের উদ্দেশে বলতে শোনা যায়, আপনাদের যারা কালো আর নীল ব্যাজ পরে আছেন, তাদের পাকিস্তানে চলে যেতে বলুন।” এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ