মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশি অভিযানের পক্ষ নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার তার কার্যালয় থেকে দেওয়া এক টুইট বার্তায় বলা হয়েছে, এই অভিযানে সব বিক্ষোভকারী ভয় পেয়েছে। যোগী সরকারের কঠোর অবস্থানের কারণে সবাই চুপ হয়ে গেছে বলেও দাবি করা হয়েছে ওই টুইট বার্তায়। নাগরিকত্ব আইন সংশোধনের পর ভারত জুড়ে শুরু হওয়া বিক্ষোভে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ভাঙচুর হয় বেশ কিছু সরকারি সম্পত্তি। সহিংসতার ঘটনায় ‘বদলা’ নেওয়ার ঘোষণা দেয় উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকার। বদলা হিসেবে মুসলিমদের সম্পদ জব্দ করে তা অন্যত্র বিক্রির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। যোগী আদিত্যনাথ সরকারের ওই ঘোষণার পর শুক্রবার প্রশাসনের হাতে ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেয় স্থানীয় মুসলমানেরা। শুক্রবার যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইট বার্তায় বলা হয়, ‘সব দাঙ্গাকারী ভয় পেয়েছে। সব সমস্যা সৃষ্টিকারীও ভয় পেয়েছে। যোগী আদিত্যনাথ সরকারের কঠোরতায় সবাই চুপ করে গেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, সরকারি সম্পত্তি যেই নষ্ট করুক না কেন তাকে ক্ষতিপ‚রণ দিতে হবে। সব সহিংস বিক্ষোভকারী এখন কান্না শুরু করেছে কারণ উত্তর প্রদেশে রয়েছে যোগী সরকার’। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।