Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ সহস্রাধিক বিক্ষোভকারী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের বেশ কয়েকটি রাজ্য। আন্দোলন ঠৈকাতে শক্ত দমননীতি গ্রহণ করেছে দেশটির উত্তর প্রদেশ সরকার। মেরুট, সম্ভল, কানপুর, ফিরোজাবাদ, লাখনোৗসহ বিভিন্ন জায়গায় কার্যত খানা তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ। সহিংসতা রুখতে ইতোমধ্যে ৪৯৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে। গ্রেফতার হয়েছেন ১ হাজার ২৪৬ জন। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরও চলছে কড়া নজরদারি। উত্তর প্রদেশ পুলিশ স‚ত্রে খবর, প্রায় ২১ হাজার পোস্টকে আপত্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার ৩৮০ টুইট, ১০ হাজার ৩৩৯ ফেসবুক পোস্ট এবং ইউটিউবের ১৮১ ভিডিও। সোশ্যাল মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে ৯৫টি মামলা করা হয়েছে। প্রশাসনের এই তৎপরতায় বাহবা জানিয়েছে যোগীর দফতর। সহিংসতার জেরে সরকারি সম্পত্তির ক্ষতিপ‚রণ অনেকাংশে আদায় করা গেছে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়। বুলন্দশহরে প্রায় ৬ লাখের বেশি টাকা তোলা
হয়েছে। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ