বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে অল্পের জন্য রক্ষা পেল অরক্ষিত রেলক্রসিংএ দূর্ঘটনায় সিএনজি যাত্রীরা। ২৮ ডিসেম্বর বিকেলে ঢাকা-রাজশাহী রেলপথের পাবনার চাটমোহর রেল স্টেশনের পূর্বে অদূরে বেজপাড়া অরক্ষিত রেলক্রসিংএ দূর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য সিএনজির যাত্রীরা রক্ষা পেলেও সিএনজিটি রেলের নীচে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সিএনজি চালক বেজপাড়া গ্রামের আবুল কাশেমের জামাতা আসাদুল ইসলাম সিএনজি নিয়ে শাহজাদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেজপাড়া রেলক্রসিংএ উঠা মাত্রই তা আটকে যায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চালক দেখতে পান ঢাকা থেকে ছেরে আসা আন্তঃনগর লালমনি ট্রেন ধেয়ে আসছে। সিএনজি চালক ও যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে গেলেও রেললাইনের উপরে থাকা সিএনজিটি মূহুর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিষয়টি চাটমোহর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোঃ মিরাজ উদ্দিন নিশ্চিত করেছেন। উল্লেখ যে, ঐ স্থানে লোক না থাকায় ইতিপূবেই দূর্ঘনা ঘটেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।