Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কামিন্স-প্যাটিনসন-স্টার্কে বিধ্বস্ত নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ৩:৪৪ পিএম

মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের আগুন বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে গেছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংসে ৩১৯ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন ও মিচেল স্টার্কের দাপুটে বোলিংয়ে তিনশ ছাড়ানো লিড পাওয়া অস্ট্রেলিয়া দিতে যাচ্ছে বিশাল লক্ষ্য।
আজ (শনিবার) ২ উইকেটে ৪৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা কিউইরা আজ মাত্র ২ রান যোগ করতেই হারায় রস টেইলর ও হেনরি নিকোলসের উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইরা পুরো ইনিংসেও গড়তে পারেনি একটি ৫০ রানের জুটি।
শেষ কামিন্স-জেমস প্যাটিনসনদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার টম লাথাম।
বল হাতে স্বাগতিকদের হয়ে কামিন্স ২৮ রানে নেন ৫ উইকেট। ৩৪ রানে ৩ উইকেট নেন প্যাটিনসন। ৩০ রানে ২ উইকেট স্টার্কের। এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৪৬৭ রান করা অস্ট্রেলিয়া পেয়েছে ৩১৯ রানের বিশাল লিড। কিউইদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪৬৭ ও ২য় ইনিংস : ৪৫ ওভারে ১৩৭/৪ (ওয়ার্নার ৩৮, বার্নস ৩৫, লাবুশেন ১৯, স্মিথ ৭, ওয়েড ১৫*, হেড ১২*; বোল্ট ০/৩০, সাউদি ০/২৪, ডি গ্র্যান্ডহোম ০/১৪, ওয়েগনার ২/৩৯, স্যান্টনার ১/২২)
নিউজিল্যান্ড ১ম ইনিংস : (আগের দিন শেষে ৪৪/২) ৫৪.৫ ওভারে ১৪৮ (ল্যাথাম ৫০, টেইলর ৪, নিকোলস ০, ওয়াটলিং ১১, স্যান্টনার ৩, সাউদি ১০, ওয়েগনার ১৮*, বোল্ট ৮; স্টার্ক ২/৩০, কামিন্স ৫/২৮, প্যাটিনসন ৩/৩৪, লায়ন ০/৩৫, ওয়েড ০/১৩)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ