বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : সিটিসেলের রাজশাহীর গ্রাহকরা পাঁচদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। কল করতে বা রিসিভ করতে পারছেন না। সেটে নেটওয়ার্ক নেই। কি কারণে এমন বিভ্রাট এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো বিজ্ঞপ্তি দেয়নি। এতে আরো ক্ষুব্ধ গ্রাহকরা। জানা গেছে রাজশাহীতে সিটিসেলের টাওয়ার রয়েছে এগারটি। এসব টাওয়ারের বিল বাবদ মোটা অংকের টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। আবার যেসব ভবনের উপর টাওয়ার রয়েছে তার ভাড়াও বাকি। সব মিলিয়ে এক বেহাল দশায় পড়েছে সিটিসেল। বিব্রতকর অবস্থায় পড়েছে এর কর্মী আর ডিলাররা। ক্ষুব্ধ গ্রাহকদের মন্তব্য ছিল পুরনো কোম্পানি সিটিসেল। সেই গোড়ার দিকে এর গ্রাহক হয়েছেন দেশে-বিদেশে বিভিন্ন জনের কাছে নম্বর দেয়া আছে। যার কারণে অপারেটর বদল করা হয়নি। এখন বাধ্য হয়ে তাদের অন্য কোম্পানির গ্রাহক হতে হবে। সিটিসেলের কর্মীরা বলেন তারা বেতন-বোনাস পাচ্ছেন না। এরপর গ্রাহকদের নানা কথা শুনতে হচ্ছে। এভাবে আর কত?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।