মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যের সঙ্গে একমত নন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। দিন কয়েক আগেই মোহন ভাগবত বলেছিলেন, সংঘ পরিবার ভারতের ১৩০ কোটি মানুষকে ধর্ম এবং সংস্কৃতি নির্বিশেষে হিন্দু সমাজ হিসাবে বিবেচনা করে।’ সংঘ চালকের এমনতর মন্তব্যই নাপসন্দ রামদাস আঠওয়ালের।
কেন্দ্রীয় মন্ত্রী রামদাসের বক্তব্য ‘সমস্ত ভারতীয়কে হিন্দু বলাটা ঠিক নয়। একটা সময় ছিল যখন ভারতের সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। যদি মোহন ভাগবত মনে করেন যে, সবাই ভারতীয় তাহলে ঠিক আছে। আমাদের দেশে শিখ, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, পারসি, জৈন-- নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।’
মহারাষ্ট্রের রামদাস আঠওয়ালে প্রকৃতপক্ষে ডক্টর বি আর আম্বেদকরের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই) দলের নেতা। সম্প্রতি হায়দরাবাদে এরএসএস-এর একটি বৈঠকে হাজির হয়েছিলেন ভাগবত। আর সেখানেই তিনি এমনতর মন্তব্য করে বসেন। মোহন ভাগবত সেদিন বলেছিলেন, ‘ভারতমাতার সন্তানেরা যে ভাষাতেই কথা বলে থাকুন না কেন, আর দেশের যে প্রান্তেরই মানুষ হন না, তিনি আসলে হিন্দু। সংঘ পরিবার এই দেশের ১৩০ কোটি মানুষকে হিন্দু হিসেবেই বিবেচনা করে থাকে।’
মোহন ভাগবতের এমন মন্তব্যের জন্য তাকে একহাত নেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। ভাগবতের উদ্দেশে ওয়েইসি বলেন, ‘আরএসএস চায় এই ভারতের শুধু একটাই ধর্মই থাকুক। আর সেটা কখনই হবে না যতদিন এ দেশে সংবিধান রয়েছে। এই দেশ আসলে সব ধর্মের মানুষদের নিয়ে থাকতে চায়।’
তবে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যের সঙ্গে একমত রামদাস আঠওয়ালে। তার বক্তব্য, ‘রাজনৈতিক নেতারা সেরকম নন, যারা সাধারণ মানুষকে হিংসা ছড়িয়ে দিতে বলেন।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।