Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালশী বাউনিয়া বস্তিতে আগুনে পুড়েছে দুই শতাধিক ঘর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 রাজধানী মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকার সি ব্লকের বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে দুই শতাধিক ঘর। গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে বস্তিতে আগুন লাগে। এতে পাঁচ শতাধিক পরিবার নিজেদের সবই হারিয়েছেন। তাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে। কেউ বা স্থাানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১২টায় বস্তিতে আগুন লাগলেও ফায়ার সার্ভিস সদর দফতর আগুনের খবর পায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে। এরপর সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পাঠানো হয় আরও ছয়টি ইউনিট। ১১ ইউনিটের চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় বস্তির দুই শতাধিক ঘর। আশ্রয়হীন হয়ে পড়েন পাঁচ শতাধিক বাসিন্দা। এতে আগুন নিয়ন্ত্রণে এলেও বস্তিবাসীর কান্না নিয়ন্ত্রণে আসেনি।

শারীরিক প্রতিবন্ধী নাছির মিয়া ঘরে রাতের খাবার শেষ করে স্ত্রী, চার ছেলে ও এক মেয়েকে রেখে ৮টার দিকে রিকশা নিয়ে বেরিয়ে যান। রাত পৌনে ৩টার দিকে যখন বস্তিতে ফেরেন ততক্ষণে সব পুড়ে শেষ। বসবাসের যে জায়গাটিকে যাওয়ার সময় প্রাণবন্ত রেখে গেছেন, ফিরেই দেখেন সে বস্তির একাংশ কয়লায় পরিণত হয়েছে। সেখানে অস্তিত্বহীন তার ঘরও। ফিরেই স্ত্রী-সন্তানের চিন্তায় অনর্গল কান্না করতে থাকেন নাছির মিয়া। পরে জানতে পারেন, পরিবারের সবাই নিরাপদে ঘর থেকে বেরিয়েছেন। তবে শীতের রাতে গায়ে থাকা কাপড় ছাড়া আর কিছুই নিয়ে বের হতে পারেননি প্রতিবন্ধী নাছিরের স্ত্রী-সন্তানরা। শুধু নাসির নয় সব হারিয়ে এভাবে কাঁদছে বস্তির কয়েকশ পরিবার।

স্থাানীয় সংসদ সদস্য (ঢাকা-১৬ আসন) মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, ‘বস্তিটিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদে রাতের থাকার ও খাবারের ব্যবস্থাা করেছি। প্রত্যেক বেলায় তাদের জন্য রান্নার ব্যবস্থাা করা হয়েছে। স্থাানীয় আরমান স্কুল ও আনন্দ নিকেতনে তাদের থাকার ব্যবস্থাা করা হয়েছে। আজ সন্ধ্যায় গরম কাপড় বিতরণ করা হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালশী বাউনিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ