Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৬ উদযাপিত হয়েছে। এ দিবসটিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এ অনলাইন চিকিৎসা সেবা কার্যক্রম সম্পর্কে রোগীদের অবহিত করা হয়। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মজিবুর রহমান সরজমিনে উক্ত সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য খুবই সন্তোষ প্রকাশ করেন ও একই সাথে নিনমাস-এর পরিচালক আধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং একই প্রতিষ্ঠানের অধ্যাপক ড. মোঃ রায়হান হোসেনকে ধন্যবাদ জানান। অতিরিক্ত সচিব নিনমাস-এর পরিচালক ও অন্যান্য সহকর্মীদের সাথে নিয়ে নিনমাসের সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবার সংখ্যা আরো বৃদ্ধিও লক্ষ্যে ডাক্তারদের সংখ্যা আরো বৃদ্ধির জন্য আলাদাভাবে জনবলের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণের জন্যও পরামর্শ দেন। তিনি আরো বলেন, এ অন লাইন সেবা বিভিন্ন টিভি মিডিয়াতে প্রচারের জন্য পরামর্শ দেন। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. ইউনুস প্রামাণিক-এর নেতৃতে অন্য একটি দল পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়সহ পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা; ইনমাস, ঢাকা ও মিটফোর্ড পরিদর্শন করেন। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান বলেন আমাদের সকল প্রতিষ্ঠান/কেন্দ্র/প্রতিষ্ঠান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো: আলী জুলকার নাইন, পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক ড. দিলীপ কুমার সাহা, ইনমাস ঢাকা ও মিটফোর্ডের পরিচালক ড. সানোয়ার হোসেন ও ড. মোঃ মাহবুবুল হক-এর প্রতি সন্তোষ প্রকাশ করেন ও সকলকে ধন্যবাদ জানান। এ সময় স্ব-স্ব প্রতিষ্ঠানের বিজ্ঞানী, ডাক্তারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক তথ্য বিভাগের পরিচালক ড. মোঃ খোরশেদ আলম সহযোগিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ