Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেশজুড়ে বৃষ্টিপাত, বাড়বে কনকনে শীতের দাপট

শফিউল আলম | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ২:৩১ পিএম

প্রায় দেশজুড়ে হয়েছে পৌষের অকাল বৃষ্টিপাত। আরও বৃষ্টির আভাস দিয়েই আবহাওয়া বিভাগ জানায়, বর্ষণের সাথে ও পরপরই বাড়বে কনকনে শীতের দাপট। আগামী তিন দিনে সারাদেশে তাপমাত্রার পারদ হ্রাসের সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে যশোরে ১৪ মিলিমিটার। এ সময় ঢাকায় ৫ মি.মি. সহ খুলনা,
চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।
কোথাও কোথাও অস্থায়ী মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে।
জুমার নামাজের আগে ও পরে চট্টগ্রাম মহানগরীতে হিমেল হাওয়াসহ মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া বিভাগ জানায়, দেশের সকল বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে।
দিনাজপুর অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। এরফলে তাপমাত্রা কমতে পারে। জেঁকে বসবে পৌষের শীত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শৈত্য প্রবাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ