Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে পুলিশের সাথে ’বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৭ পিএম

সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে পুলিশের সাথে কথিত ’বন্দুক যুদ্ধে’ মোখলেছুর রহমান সুবল (৩৮) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার সুবল নিহত হয়েছে বলে পুলিশ জনিয়েছে। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির খোসা ও তিনটি বড় চাপাতি উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব নাটেশ্বর এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান সুভল বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর এলাকার ইসহাক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, কনেস্টবল শাহেদ ও হাবিবুর রহমান।
পুলিশ জানায়, রাতে বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় সোনাইমুড়ী থানার একদল পুলিশ টহল দিচ্ছিল। রাত ১টার দিকে তারা গাড়ী নিয়ে পূর্ব নাটেশ্বর এলাকায় টহল দেওয়ার সময় কিছু বুঝে উঠার আগে একদল ডাকাত তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে তাদের সাথে মুখোমুখি গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ সদস্য আহত ও গুলিবিদ্ধ হয়ে ডাকাত সর্দার মোখলেছুর রহমান সুভল ঘটনাস্থলে নিহত হয়। অবস্থা বেগতিক দেখে সুভলের সহযোগিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির খোসা ও তিনটি বড় চাপাতি উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশ আত্মরক্ষার্থে ১১রাউন্ড শর্টগান ও ৫রাউন্ড পিস্তলের গুলি ছুঁড়ে। নিহত ডাকাত সর্দার সুভলের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন কারা ভোগের পর দিনের বেলায় এলাকায় আত্মগোপন করে থাকতো আর রাতে ডাকাতি করতো বলে জানার পুলিশের এ কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ