Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নুরদের হাত ধরেই স্বৈরাচার-ফ্যাসিবাদ দুর হবে : ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

নুরদের হাত ধরেই দেশ থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদ, অন্যায় দূর হবে। সেই ভয় থেকেই সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিসি নুরুল হক নুরদের ওপর বারবার হামলা-নির্যাতন করছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এক নুর ছিল এরশাদ বিরোধী আন্দোলনে। এরশাদকে রক্ষা করার জন্য তার পেটোয়াবাহিনী গুলি চালিয়েছিল। এরশাদ রক্ষা পায়নি। আজকে ভিপি নুরকে আক্রমণ করে যারা স্বৈরাচার, ফ্যাসিবাদ তারা ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। আমি বিশ্বাস করি এটা সম্ভব হবে না। এদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষ আছে।
গতকাল (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, নুরের ওপর আক্রমণ সারা বাংলাদেশের ছাত্র সমাজের ওপর আক্রমণ, সারা বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনার ওপর আক্রমণ, গণতন্ত্রের ওপর আক্রমণ। তিনি বলেন, নুর গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, যা অসত্য, মিথ্যা তার প্রতিবাদ করেছে। এ জন্যই আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে যে, এ দেশে গণতন্ত্র হত্যা করা হলে কি প্রতিবাদ করা যাবে না? এর জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি।
ড. মোশাররফ বলেন, বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তাদের অধীনে নির্বাচন নিয়ন্ত্রিত করে, ভোটের আগের রাতে ডাকাতি করে ক্ষমতায় থাকতে চায়।

গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় এই ফ্যাসিস্ট সরকার। খালেদা জিয়ার মুক্তির জন্য তাদের কাছে গিয়ে লাভ নেই। অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করতেই খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। গণতন্ত্রের গলাকে টিপে হত্যা করেছে। আজকে গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ।###



 

Show all comments
  • mashud ২৭ ডিসেম্বর, ২০১৯, ৯:৩২ এএম says : 0
    নুরদের হাত ধরেই যদি স্বৈরাচার-ফ্যাসিবাদ দুর হয় : জাগো বিবেক জাগো, ঘুম পর্যাপ্ত হয়েছে, আর ঘুমাইয়ো না, জাতীয় অস্তিত্ব বিলিন প্রায়, যদি আরো ঘুমাও, তবে জাগার পর আর কিছুই করার থাকবে না, নরকের কিটে সব খেয়ে ফেলেছ l
    Total Reply(0) Reply
  • mashud ২৭ ডিসেম্বর, ২০১৯, ৯:৩২ এএম says : 0
    নুরদের হাত ধরেই যদি স্বৈরাচার-ফ্যাসিবাদ দুর হয় : জাগো বিবেক জাগো, ঘুম পর্যাপ্ত হয়েছে, আর ঘুমাইয়ো না, জাতীয় অস্তিত্ব বিলিন প্রায়, যদি আরো ঘুমাও, তবে জাগার পর আর কিছুই করার থাকবে না, নরকের কিটে সব খেয়ে ফেলেছ l
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. মোশাররফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ