Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুকপ্রথা উচ্ছেদ না হলে নারী নির্যাতন কমবে না -আল্লামা আবুল কাশেম নূরী

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম

আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, দেশে যৌতুক প্রথা উচ্ছেদ না হলে নারী নির্যাতনসহ পারিবারিক সহিংসতা কমে আসবে না। প্রতিদিন যৌতুকের কারণে নারী নির্যাতনের শিকার হচ্ছে। স্বামী নির্যাতনের শিকার হয়ে অনেক গৃহবধূ মৃত্যু বরণ করছে। যৌতুক ও মাদক ২টি দেশের মানুষের জন্য অভিশাপ। যৌতুক ও মাদক নির্মূল করার জন্য সামাজিক আন্দোলনসহ প্রশাসনকে এগিয়ে আসতে হবে। দেশে যৌতুক বিরোধ আইন বাস্তবায়ন করতে আঞ্জুমানে রজভিয়ার ১৩ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।
আল্লামা আবুল কাশেম নূরী আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ পটিয়া উপজেলা ও পৌরসভার আয়োজনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত যৌতুক ও মাদক বিরোধী এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। আঞ্জুমানে রজভিয়ার মহাসচিব ও ছনহরা ইউপি চেয়ারম্যান কর আইনজীবি আবদুর রশিদ দৌলতীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ইরাকের খলিফায়ে দরবারে গাউছুল আযম আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আলকাদেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, ড. অধ্যাপক মাসুম চৌধুরী, নুরুল হক সওদাগর, পৌর কাউন্সিলর, গোফরান রানা, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সরওয়ার হায়দার, জহির আহমদ সওদাগর, আকতার হোসাইন সিআইপি, সৈয়দ বোরহান উদ্দীন প্রমুখ। সমাবেশ শেষে তাফসীর পেশ করেন আল্লামা কাজী মুহাম্মদ ইউনুছ রেজভী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী। সমাবেশে বর মো. জসিম উদ্দীন এর সাথে রুমা আকতার, মো. আবুল কাশেম এর সাথে আনিকা আক্তারসহ ৫টি যৌতুক বিহীন বিয়ে হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা আবুল কাশেম নূরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ