Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মুসলমানদের জীবন অনিশ্চিয়তায় ঠেলে দেয়া হয়েছে

টঙ্গীতে হাসান সরকার

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, এই উপমহাদেশে মুসলমান শাসকরা দীর্ঘ দিন রাজত্ব করেছেন। তারা হিন্দুদের ওপর জুলুম নির্যাতন করলে বা জোরপূর্বক ধর্মান্তরিত করলে ভারতীয় উপমহাদেশে কোন হিন্দুর অস্তিত্ব থাকতো না। হিন্দুদের সাথে ঐক্যবদ্ধভাবে বৃটিশ বিরোধী আন্দোলনেও মুসলমানরা অগ্রণী ভ‚মিকা রেখেছেন। কিন্তু আজকে ভারত উগ্র হিন্দুত্ববাদী মতবাদ তৈরি করে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে। তারা ভারতের ৪০ কোটি মুসলমানের জীবন অনিশ্চিতার মধ্যে ঠেলে দিয়েছে।
তিনি গতকাল সকালে টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতিক, মহানগর বিএনপির সহ-তাতী বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজু, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন প্রমুখ।
হাসান সরকার আরও বলেন, পবিত্র কুরআনের কোথাও অন্য সম্প্রদায়ের ওপর জুলুম নির্যাতনের কথা বলা হয়নি, বরং জুলুম নির্যাতন প্রতিরোধের কথা বলা হয়েছে। ভারতে মুসলমানরা নির্যাতিত হলেও বাংলাদেশে হিন্দুদের ওপর কোন জুলুম নির্যাতন হতে দেব না। তাদের ওপর কেউ জুলুম নির্যাতন চালালে আমরা রুখে দাঁড়াবো। মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই। মুসলিম-হিন্দু সবার শরীরেই শীত লাগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জীবন অনিশ্চিয়তায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ