Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মিথের ব্যাটে প্রথম দিনটি অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ২:৪৮ পিএম

শুরুটা দুর্দান্ত করেছিল নিউজিল্যান্ড। দিনের প্রথম ওভারেই জো বার্নসের স্টাম্প গুড়িয়ে দিলেন ট্রেন্ট বোল্ট। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দুর্দান্ত এই শুরু ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। স্টিভেন স্মিথের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫৭ রান। ৭৭ রানে ব্যাট করছেন স্মিথ, ২৫ রানে অপরাজিত আছেন ট্রাভিস হেড।

টসে হেসে বোলিং নেয় প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে থাকা কিউইরা। সবুজ উইকেট ও পেস সহায়ক কন্ডিশন কাজে লাগানোর কথা জানান অধিনায়ক কেন উইলিয়ামসন। টিম পেইনকে অবশ্য টস হেরে খুব একটা অখুশি মনে হয়নি। শুরুটা ভালো হলে এই পিচে ব্যাটিং করা কঠিন হবে না বলে জানান অজি অধিনায়ক।

দিন শেষে পেইনের পরিকল্পনাই এগিয়ে। যদিও দর্শক ঢাসা মেলবোর্ন ক্রিকেড গ্রাউন্ডে সফরকারীদের শুরুটা ছিল দারুণ। দিনের চতুর্থ বলেই বার্নসকে বোল্ড করে দেন চোট কাটিয়ে দলে ফেরা বোল্ট। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও দারুণ ছন্দে থাকা মার্নাস লাবুশেনের ৬০ রানের জুটিতে ধাক্কাটা সামলে নেয় স্বাগতিকরা। তবে লাঞ্চের আগে ওয়ার্নারকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানিয়ে দলকে লড়াইয়ে ফেরান নিল ওয়েগনার। ৬৪ বলে ৩টি চারে ৪১ রান করে ফেরেন ওয়ার্নার।

মাঠে এদিন দর্শক উপস্থিতি ছিল ৮০ হাজার ৪৭৩ জন। নন-অ্যাশেজ বক্সিং ডে টেস্টে যা রেকর্ড। মাঠে এদিন দর্শক উপস্থিতি ছিল ৮০ হাজার ৪৭৩ জন। নন-অ্যাশেজ বক্সিং ডে টেস্টে যা রেকর্ড। তৃতীয় উইকেটে লাবুশেনকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন স্মিথ। টানা তিন টেস্টে সেঞ্চুরি করা লাবুশেন এবার আউট হন ১৪৯ বলে ৬৩ রান করে। কলিন ডি গ্র্যান্ডহোমের অফ স্টামের বাইরের বল ছেড়ে দিয়েছিলেন লাবুশেন। বল একটু বাড়তি লাফিয়ে তার ডান কনুইয়ে লেগে স্টাম্প ভেঙে দেয়।

শেষ সেশনে কিউইদের প্রাপ্তি কেবল ম্যাথু ওয়েডের উইকেট। ৭৮ বলে ৩৮ রান করা এই মিডলঅর্ডারকে কট বিহাইন্ড করে ৭২ রানের জুটি ভাগেন ডি গ্র্যান্ডহোম। তবে অন্য প্রান্তে স্মিথ ছিলেন অবিচল। হেডকে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি। ১০৩ বলে ফিফটি করা স্মিথ দিন শেষে নিজের ইনিংসটি সাজান ১৯২ বলে ৮টি চার ও এক ছক্কায়। ৪৮ রানে ২ উইকেট নিয়ে ডি গ্র্যান্ডহোমই দিনের সেরা বোলার। ৭ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন স্পিনার মিচেল স্যান্টনার।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৯০ ওভারে ২৫৭/৪ (ওয়ার্নার ৪১, বার্নস ০, লাবুশেন ৬৩, স্মিথ ৭৭*, ওয়েড ৩৮, হেড ২৫*; বোল্ট ১/৬০, সাউদি ০/৬৩, ডি গ্র্যান্ডহোম ২/৪৮, ওয়েগনার ১/৪০, স্যান্টনার ০/৩৪)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ