পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার সম্পৃক্ততায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নস্থ ভেবড়া এলাকায় ২৩ ডিসেম্বর সকালে ঐ এলাকার মহেশ চন্দ্র রায়ের সঙ্গে প্রতিবেশি রবি চন্দ্র রায়ের সঙ্গে জমি নিয়ে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রবি চন্দ্র তার স্ত্রী জনতা বালা, অন্তর চন্দ্র ও ভুপাল চন্দ্র রায়ের লাঠির আঘাতে মহেশ চন্দ্র ও তার স্ত্রী সুধা রাণী গুরুতর জখম হয়। লোকজন তাৎক্ষনিক তাদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসক মহেশ চন্দ্র ও স্ত্রী সুধা রাণীকে আশঙ্কাজনক অবস্থায় তাদের দিনাজপুরে রেফার্ড করে। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর মহেশ চন্দ্র রায় মারা যায়। এ ঘটনায় নিহত মহেশ চন্দ্র রায়ের পুত্র নয়ন চন্দ্র রায় বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স এজাহার নামীয় ৫ আসামির মধ্যে রবি চন্দ্র রায়, অন্তর চন্দ্র রায় ও জনতা রাণী রায়কে গ্রেফতার করে, ২৫ ডিসেম্বর তাদের জেল হাজতে প্রেরণ করে। থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, মামলাটি সঠিকভাবে তদন্ত করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।