Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

প্রাতিষ্ঠানিক শিক্ষার্জনশেষে সবাইকে সমাজ ও মানবতার সেবায় আত্ননিয়োগ করার আহাবান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

গতকাল বুধবার কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণসভা, পুনর্মিলনী ও ছাত্রবৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। মন্ত্রী কারমাইকেল কলেজের গর্বিত ছাত্র হিসেবে উল্লেখ করে বলেন, এই ঐতিহ্যবাহী কলেজের অসংখ্য ছাত্রছাত্রী দেশবিদেশে কর্মরত থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশজাতির আর্থসামাজিক উন্নয়নে অবদানের পাশাপাশি দলমত-ধর্ম নির্র্বিশেষে শিক্ষিত লোকদের তিনি দুঃস্থ-অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পলীø উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, সোনালী ব্যাংকের সিইও ও এমডি আতাউর রহমান প্রধান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবতা

১২ সেপ্টেম্বর, ২০২২
১১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ