Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের বিশেষ ম্যাগাজিন ধন্যবাদ

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভিন্ন স্বাদের আয়োজন নিয়ে প্রতি বছরই এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হয় ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ’। এবারের ঈদেও প্রচার হবে অনুষ্ঠানটি। পাঁচটি সেগমেন্টে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, নাচ, গান এবং দুইটি আড্ডা। দুটি আড্ডারই বিষয় বেশ মজাদার। প্রথম আড্ডায় অংশগ্রহণ করেছেন সুমন পাটওয়ারী, তুষার খান এবং আনন্দ। বিভিন্ন বিষয় নিয়ে মজা করার পাশাপাশি শাড়ি পড়ে তিনজনই হাজির হবেন দর্শকদের সামনে। অন্য আড্ডায় থাকবেন শিরিন বকুল, বিপ্লব সাহা, চাঁদনী এবং কামরুল। অনুষ্ঠানে হেয়ার এক্সপার্ট কামরুল হাজির হবেন বোরকা পড়ে। থাকবে বিভিন্ন বিষয় নিয়ে মজাদার অলোচনা ও আড্ডা। অনুষ্ঠানে গানের সঙ্গে নাচ নিয়ে হাজির হবেন কনা এবং বিপ্লব সাহা। রাজন সাহা’র আনচান আনচান করে মন তোর লাগিয়া গানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে গাইতে এবং নাচতে দেখা যাবে তাদের। এছাড়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তানজিন তিশা এবং সোহেল রহমান জুটি। অনুষ্ঠানে ফ্যাশন শোতে অংশগ্রহণ করবেন মডেল হিরা সহ অন্যরা। ইমতু রাতিশ ও আমব্রিন এর উপস্থাপনা এবং নাহিদ রহমান ও লবী রহমানের পরিচালনায় ‘ধন্যবাদ’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরের দিন রাত ১১টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের বিশেষ ম্যাগাজিন ধন্যবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ