মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত বেশ কিছুদিন ধরে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে এসব বিক্ষোভে সহিংসতার জন্য পরোক্ষভাবে শুধু মুসলমানদের দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়খন্ডে এক সমাবেশে তিনি বলেছেন, ‘এসব আগুন কারা লাগাচ্ছে, সেটা তাদের পোশাক দেখলেই চেনা যায়।’ এবার এ ইস্যুতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘বদলা’ নেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকার। বদলা হিসেবে মুসলিমদের সম্পদ জব্দ করে তা অন্যত্র বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বলা হচ্ছে, ওই বিক্রিলব্ধ অর্থ থেকে বিক্ষোভকালীন সহিংসতা, ভাঙচুরের ক্ষতিপ‚রণ আদায় করা হবে। কদিন আগেই বেঙ্গালুরুতে আন্দোলনকারীদের ফাঁসাতে গাড়িতে পুলিশের আগুন দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে টুপি পরে ট্রেনে পাথর ছোড়ার সময় বিজেপি কর্মীসহ ছয়জনকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এমন পরিস্থিতিতেই মুসলিমদের সম্পদ জব্দের উদ্যোগ নিয়েছে উত্তর প্রদেশের বিজেপি সরকার। এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবিøউ)। এইচআরডবিøউ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশ সরকার এই ‘বদলা’ নেওয়ার ঘোষণা দেওয়ার পর মুজাফফরনগর জেলায় কোনও আইন-কানুনের তোয়াক্কা না করে অন্তত ৭০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এসব দোকানপাটের প্রায় সবগুলোরই মালিক মুসলিম স¤প্রদায়ের লোকজন। মুজাফফরনগর উত্তর প্রদেশের একটি মুসলিম অধ্যুষিত এলাকা। বিতর্কিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত নাগরিকপঞ্জির বিরুদ্ধে গত কয়েকদিনে সেখানে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।