Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবস্থান পাল্টালেন অমিত শাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই ভারতজুড়ে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ইস্যুতে অবস্থান পাল্টালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নিজের আগের অবস্থান থেকে সরে এসে তিনি দাবি করেছেন, মোদি সঠিক বলেছিলেন। দেশজুড়ে এনআরসি নিয়ে পার্লামেন্ট বা মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে। অমিত শাহ বেশ কিছুদিন থেকেই ভারতজুড়ে এনআরসি বাস্তবায়নের কথা বলে আসছিলেন। তিনি বলেছিলেন, ‘এনআরসি বাস্তবায়নের পর অনুপ্রবেশকারীদের উঁইপোকার মতো তাড়াব। এমনকি দ‚র্গাপুজার প‚র্বে কলকাতায় নেতাজি ইনডোরের সভায় বলেছিলেন, শুধু বাংলা কেন, সারা দেশে এনআরসি হবে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, দেশজুড়ে এনআরসির বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা পার্লামেন্টে কোনও আলোচনাই হয়নি। মোদির এই মন্তব্যে ভারতজুড়ে বিতর্ক তৈরি হয়। মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছিলেন মোদি ও অমিত শাহ তো আগে এনআরসির বাস্তবায়নের কথা বলেছিলেন। কিন্তু নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের প্রেক্ষাপটে সেই অবস্থান থেকে মোদি-অমিত শাহরা অনেকটাই পিছু হটতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় অমিত শাহের মন্তব্যে তা স্পষ্ট হয়ে গেছে। মোদির পর এবার পিছু হটলেন অমিত শাহ। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘বিরোধীরা বিশৃঙ্খলা তৈরি করতেই এই ধরনের ভুয়ো কথা রটাচ্ছে। দেশজুড়ে এনআরসি হবে কিনা তা নিয়ে এখনই বিতর্কের কোনও প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, এ নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনাই হয়নি।’ এর আগে ৯ নভেম্বর লোকসভায় অবশ্য দেশ জুড়ে এনআরসি চালু করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ