মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরোধিতা করার কথা জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির জোটসঙ্গী শিরোমনি অকালি দল। স¤প্রতি সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) মুসলমানদেরও অন্তর্ভুক্ত দেখতে চায় দলটি। বুধবার ভারতীয় স¤প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান জানিয়েছেন দলটির নেতা ও রাজ্যসভার আইনপ্রণেতা নরেশ গুজরাল। দলটির ওই অবস্থান ব্যাখ্যা করে নরেশ গুজরাল বলেন, ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে আসা শিখদের কথা বলা থাকায় আইনটির পক্ষে ভোট দেয় তারা। তিনি বলেন, ‘আমরা সিএএ’র পক্ষে ভোট দিয়েছি কিন্তু বাদল (সুখবির বাদল, অকালি দলের প্রধান) বলে দিয়েছেন মুসলমানদেরও অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের জন্য এটা উভয়সংকট ছিল কারণ ৬০ থেকে ৭০ হাজার শিখ আফগানিস্তান ও পাকিস্তানে তালেবানদের হাতে নিপীড়নের শিকার হয়ে ১০-১২ বছর ধরে ভারতে নাগরিকত্ব ছাড়াই বসবাস করছে। অকালি দল শিখদের প্রতিনিধিত্ব করে...কিন্তু আমরা সহনশীলতায় বিশ্বাস করি। আমাদের ভোট দিতে হয়েছে কিন্তু বাদল পরিষ্কার করে দিয়েছেন যে এতে অবশ্যই মুসলমানদের যুক্ত করতে হবে’। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।