মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লখনৌতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এবং নাগরিকপঞ্জির (এনসিআর) প্রতিবাদে যারাই মাথা তুলেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার এমন দুটি ঘটনা সামনে এসেছে। প্রথম ঘটনার খবর পাওয়া গেছে শিয়া পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে। গত শুক্রবার সিএএ-এনআরসি বিরোধী প্রতিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করার পর সেখানকার ফ্যাকাল্টি সদস্য রবিন বর্মাকে সাসপেন্ড করেছে প্রশাসন। ইন্টারন্যাশনাল বিজনেসের ব্যাচেলরস অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) প্রোগ্রামের ফ্যাকাল্টি সদস্য ছিলেন রবিন। তিনি সামাজিক সংগঠন রেহাই মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। শিয়া পোস্ট গ্রাজুয়েট কলেজের ম্যানেজার আব্বাস মুরতাজা শামসি অফিসিয়াল বিবৃতিতে বলেছেন, সিএএ এবং এনআরসি প্রতিবাদ বিক্ষোভে তিনি জড়িত বলে সা¤প্রতিক রিপোর্টের প্রেক্ষিতে রবিন বর্মাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত বিবিএ প্রোগ্রামের ফ্যাকাল্টি সদস্য ছিলেন তিনি। তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।