Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নাগরিকত্ব আইনের সমর্থনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুরেই কথা বললেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। মঙ্গলবার সবরমতী আশ্রমে এক সভায় কংগ্রেসকে কটাক্ষ করে রুপানি বলেন, মুসলিমদের যাওয়ার ১৫০টি দেশ রয়েছে। হিন্দুদের জন্য রয়েছে মাত্র একটি দেশ, সেটি ভারত। রুপানি আরও বলেন, দেশভাগের সময়ে (১৯৪৭) পাকিস্তানে ২২ শতাংশ হিন্দু ছিল। কিন্তু নির্যাতন, ধর্ষণ ও ক্রমাগত অত্যাচারে তাদের সংখ্যা এখন মাত্রা ৩ শতাংশ। এজন্য ওদেশ থেকে হিন্দুরা ভারতে চলে আসছেন। এতে আপত্তি করছে কংগ্রেস। হিন্দুদের জন্য প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের একটাই আশ্রয়ের জায়গা। সেটি হল ভারত। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গে টেনে রুপানি বলেন, প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছি ২ শতাংশ। আফাগানিস্থানে হিন্দু, শিখ, খ্রিষ্টানদের সংখ্যা গিয়ে হয়েছে ২ শতাংশ। তাই তারা এদেশে এলে কী সমস্যা! ইন্ডিয়া টুডে, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ