Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

স্বতন্ত্র সমাবর্তন যাদবপুরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে চলা বিক্ষোভে সংহতি প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজ্যের গভর্নর ফেরত যাওয়ার পর আচার্যের আসন শুন্য রেখেই শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা। অনেকেই যোগ দেয় প্রতিবাদী ব্যাজ পরে। ডিগ্রি নেওয়া বর্জন করেন প্রায় ৩০ শিক্ষার্থী। সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়ায় বুধবার টানা দ্বিতীয় দিনের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়েন পশ্চিমবঙ্গের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনখড়। মঙ্গলবার সমাবর্তনে যোগ দিতে ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হন তিনি। পরে তাকে ছাড়াই আচার্যের আসন শুন্য রেখেই শুরু হয় বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ