Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেখানে রশিদকে ছাড়িয়ে গেলেন মুজিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৭:১৩ পিএম | আপডেট : ৭:১৩ পিএম, ২৫ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই নিজের জাত চিনিয়েছেন আফগানিস্তানের অফস্পিনার মুজিব-উর-রহমান। বিশ্বের নামি-দামি ক্রিকেটাররাও পরাস্ত হয়েছেন তার বিপক্ষে। তাই একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছেন তিনি। এবার স্বদেশি লেগ স্পিনার রশিদ খানের রেকর্ড ভাঙলেন এ তরুণ।

১৯ বছর পূর্ণ হবার দিনকয়েক আগে প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন রাশিদ খান। এতদিন সেটিই ছিল টি-টোয়েন্টিতে কনিষ্ঠ বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড। যে রেকর্ড গতকাল মঙ্গলবার ভাঙেন কুমিল্লা ওয়ারিয়র্সের অফস্পিনার মুজিব উর রহমান।

দারুণ ব্যাট করতে থাকা রাজশাহী রয়্যালস ওপেনার লিটন কুমার দাসকে বোল্ড করে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মুজিব। রেকর্ডের সময় মুজিবের বয়স দাঁড়ায় ১৮ বছর ২৭১ দিন। আফগানিস্তানের হয়ে ৩ ফরম্যাটেই প্রতিনিধিত্ব করা মুজিব উর রহমান টি-টোয়েন্টি খেলেছেন ৯৬ ম্যাচ।

যার মধ্যে আফগানদের হয়ে খেলেছেন ১৬ ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুজিবের উইকেট ২০টি। বাকি ৮০ উইকেট তিনি পেয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে। আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, ভাইটালিটি ব্লাস্ট সবখানেই দাপটের সঙ্গে খেলে বেড়ান মুজিব। এবার বিপিএলের বিশেষ আসরে মুজিব খেলছেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে।

টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড :

মুজিব উর রহমান-১৮ বছর ২৭১ দিন
রশিদ খান- ১৮ বছর ৩৬০ দিন
শাদাব খান-২০ বছর ১৪৮ দিন
ড্যানি ব্রিগস-২৩ বছর ৫৬ দিন
জাসপ্রিত বুমরাহ-২৩ বছর ৫৭ দিন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ