Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও বোলিংয়ে নিষিদ্ধ হাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৫:৫২ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে কয়েকবার নিষেদ্ধাজ্ঞার খড়গ পড়ার পরএবার ইংল্যান্ডের ঘরোয়া লিগে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গত ৩০ আগস্ট ভাইটালিটি ব্লাস্টে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে চাকিংয়ের অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেই অ্যাকশনে ত্রুটি প্রমাণিত হয়েছে।
ইসিবির অধীনে লাফবোরো বিশ্ববিদ্যালয়ের অ্যাকশন পরীক্ষাগারে হাফিজের বোলিং অ্যাকশন নিরীক্ষা হয়। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় ইংল্যান্ডের অর্থাৎ ইসিবি নিয়ন্ত্রিত কোনো ক্রিকেট ম্যাচে বোলিং করতে পারবেন না তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ কয়েকবার হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। বোলিংয়ে বেশ কয়েকবার নিষিদ্ধও হয়েছেন। তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নবিদ্ধ হয় ২০০৫ সালে। সবশেষ ২০১৮ সালের মে মাসে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বোলিংয়ে ফেরেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ