রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জে বিদ্যুৎপৃষ্টে সাহেরা বেগম (৪০) নামে এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ও শিয়ালকোল ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের (৭,৮ ও ৯) নব নির্বাচিত সদস্য। শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে ইউপি সদস্য সাহেরার পুরোঘর বিদ্যুতায়িত হয়েছিল। শনিবার সন্ধ্যায় টিনের সাথে লাগানো স্টিলের আলমারি খুলতে গেলে বিদ্যুৎপৃষ্টে আহত হন সাহেরা। এ সময় স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, জনপ্রিয় ইউপি সদস্য সাহেরা ২০০৩ সালে সদস্য নির্বাচিত হয়ে টানা ৯ বছর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আবারও বিপুল ভোটে নির্বাচিত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।